১৫৩০

‘বিলহাক্কে’ অর্থ বুদ্ধিমত্তার চাহিদা মোতাবেক। এই কথার অর্থ এইরূপ হইতে পারে যে, আকাশসমূহ ও পৃথিবীর জন্য মানবের আধ্যাত্মিক পূনর্জন্মের কাজে আপন আপন দায়িত্ব নির্ধারিত রহিয়াছে, যাহাতে উহাদের সমন্বয়ে ঈপ্সিত উদ্দেশ্য সফল হয়। অথবা ইহার এই মর্মও হইতে পারে যে, আল্লাহ্‌তা’লা এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যেন ইহা মানবের মনোযোগ আল্লাহ্‌তা’লার দিকে আকর্ষণ করার কার্য সম্পাদন করে এবং মানুষ যেন উপলব্ধি করিতে পারে যে, আল্লাহ্ ব্যতীত কোন কিছুই স্বয়ং সম্পূর্ণ নহে। আকাশসমূহের কার্য সম্পাদনের জন্য ভূপৃষ্ঠের বিদ্যমানতার প্রয়োজন রহিয়াছে এবং একইভাবে পৃথিবীও আকাশের উপর নির্ভরশীল এবং উভয়ই আল্লাহ্‌তা’লার ইচ্ছা বা হুকুমের অধীন। সুতরাং আকাশ ও পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হইল মানবের নিকট এই বাস্তব সত্যকে স্পষ্টরূপে প্রদর্শন করা যে,আল্লাহ্ ছাড়া কোন কিছুই স্বয়ং সম্পূর্ণ নহে।