কুরআন করীমের মতে প্রকৃত ঘটনা এই যে, ‘আসহাবুল আইকাতে’ (জঙ্গলের অধিবাসী; ২৬ঃ১৭৭, ১৭৮) এবং আহলে মাদিয়ান (মিদিয়ানের অধিবাসী ১১ঃ৮৫) এই উভয় গোত্রের লোকের প্রতি হযরত শুয়াইব (আঃ) প্রেরিত হইয়াছিলেন। ইহা দ্বারা বুঝা যায় যে, এই জাতি উভয় নামেই অভিহিত হইত অথবা একই জাতির দুইটি শাখা গোত্রের ভিন্ন নাম, যদ্বারা তাহাদের ভিন্ন ভিন্ন জীবিকা নির্বাহের অবলম্বন বুঝায়। একদল বা গোত্র ব্যবসা-বাণিজ্যের উপর নির্ভর করিত, অপর গোত্র বনে-জঙ্গলে উট-ভেড়া চরাইত। এই দুই গোত্রের ঘনিষ্ঠ আত্মীয়তার পরিচয়বহনকারী সাক্ষ্যরূপে কুরআনে উভয়ের অভিন্ন চারিত্রিক ত্রুটির কথা উল্লেখিত হইয়াছে (৭ঃ৮৬ এবং ২৬ঃ১৮২-৮৪)। আকাবা উপসাগরের মুখে অবস্থিত শহরে এই জাতির গোত্রসমূহ বসবাস করিত। তাহাদের এবং তাহাদের আবাসিক শহর উভয়ের নাম মিদিয়ান ছিল বলিয়া প্রতীয়মান হয়। এই আকাবার অদূরে অবস্থিত ছিল জনশূন্য মরু-অঞ্চল ‘আইকা’ যে স্থান খর্বাকৃতি জাতের বন্য তাল গাছে ভরপুর ছিল, যাহার ছায়াতে তাহাদের উট, ভেড়া ও বকরির চারণভূমি ছিল (দি গোল্ড মাইনস অব মিদিয়ান, বাই স্যার রিচার্ড ফ্রানসিস বার্টন)।