১৫১৪

‘মুতাওয়াস্‌সেমীন’ মুতাওয়াস্‌সেমের বহুবচন। তাওয়াস্‌সামা মূল হইতে ইহার উৎপত্তি এবং ইহার অর্থ কোন ব্যক্তি কোন কিছু সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ চিন্তা-ভাবনা করে, উহার সম্বন্ধে স্পষ্ট ধারণা বা জ্ঞান লাভের জন্য বার বার পরীক্ষা-নিরীক্ষা করে (আকরাব)।