১৫০৪

এই আয়াত ইংগিত করিতেছে যে, জান্নাত অবিরাম কর্মের স্থান। এতদসত্বেও বিশ্বাসীগণ বিরতিহীন কঠোর পরিশ্রমের অনিবার্য ফলশ্রুতিতে যে ক্লান্তি সৃষ্টি হয় তাহা বোধ করিবে না এবং কঠোর শ্রমের কারণে কোন অবনতি কিম্বা অপচয়ের সম্মুখীন হইবে না। এই আয়াতটি ইহাও স্পষ্ট নির্দেশ করিতেছে যে, জান্নাতবাসীকে জান্নাত হইতে আদৌ বাহির করা হইবে না।