১৪৮৮

আল্লাহ্‌র কথা চুরি করা, এই অর্থে হইতে পারে—ঐ সকল লোকের প্রবঞ্চনাপূর্ণ কর্মকাণ্ড, যাহারা আল্লাহ্‌তা’লার নবীগণের পবিত্র শিক্ষাসমূহের নিজেরাই প্রবক্তা বলিয়া ভান করে। তাহারা লোকদিগকে প্রতারণার মাধ্যমে বিশ্বাস করাইতে চেষ্টা করে যে, নবীগণ কোন নূতন শিক্ষা নিয়া আসে না, এবং তাহারাও সেই জ্ঞান আহরণে সক্ষম যে জ্ঞানের দাবী আল্লাহ্‌র নবীগণ করিয়া থাকেন। অথবা এই আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, মূল – পাঠের কিয়দংশ ছিন্ন করিয়া উহার ভুল ব্যাখ্যা দিয়া ওবিকৃত অর্থ করিয়া তাহারা সরল-মনা জনসাধারণকে বিপথগামী করার জন্য চেষ্টা করে। “যে ব্যক্তি চুরি করিয়া কোন (ওহীর) কিছু শুনিয়া লয়” বাক্যাংশটি ইহা সুস্পষ্ট করিয়া দিয়াছে যে, ১৭ আয়াতে উল্লেখিত ‘আকাশ’ শব্দ দ্বারা আধ্যাত্মিক জগৎ বুঝাইয়াছে, জড় আকাশ বুঝায় নাই। কারণ ‘ওহীর কথা চুরি করা এর সাথে জড় আকাশের কোন সম্পর্ক নাই।