১৪৮৫

অবিশ্বাসীরা আধ্যাত্মিক বিষয়ে এতই অজ্ঞ যে, যদি সেই সব অভিজ্ঞতার দুই-একটি অভিজ্ঞতা তাহাদের থাকিত, যাহার মধ্য দিয়া নবী করীম (সাঃ) অতিক্রম করিয়াছিলেন এবং যে রূহানী উন্নতির উচ্চ শিখরে আরোহণ করিয়াছিলেন উহার কিছু দৃশ্য তাহারা অবলোকন করিত তবুও তাহারা বিশ্বাস করিত না, বরং বলিয়া উঠিত যে, তাহারা ভেল্কি বা যাদুবিদ্যার শিকার হইয়াছে।