১৪৫৮

নবীগণের শিক্ষার ঐশী উৎসের প্রমাণ রাখিতে গিয়া মহাকাশ এবং পৃথিবীর সৃষ্টি দৃষ্টান্ত স্বরূপ উদ্ধৃত করা হইয়াছে। পৃথিবী ও আকাশের সৃষ্টিকর্তা আল্লাহ্‌তা’লা মানব সৃষ্টি করিয়া হেদায়াত বা পথ-প্রদর্শনের কোন ব্যবস্থা না করিয়া ছাড়িয়া দিয়াছেন, ইহা চিন্তা করাও অযৌক্তিক। চিন্তা করিলে ইহাও অসামঞ্জস এবং পরস্পর বিরোধী বলিয়া অযৌক্তিক মনে হয় যে, যখন আল্লাহ্‌তা’লা পৃথিবী সৃষ্টির মাধ্যমে মানবের পার্থিব মঙ্গল ও উন্নতি সাধন করার জন্য যথেষ্ট এবং যথোপযুক্ত ব্যবস্থা করিয়াছেন, তখন তিনি তাহার আধ্যাত্মিক মঙ্গলের জন্য ব্যবস্থাটি উপেক্ষা করিলেন কিভাবে?