১৪৫৫

শোকর অর্থ কৃতজ্ঞতা। ইহা তিন প্রকারঃ(১) মন-প্রাণ দ্বারা উপকার বা এহসান প্রাপ্তির পূর্ণ উপলদ্ধির স্বীকৃতি, (২) জিহ্বা দ্বারা অর্থাৎ প্রকাশ্য কথায় উপকারীর উচ্চ প্রশংসা করা, (৩) অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা অর্থাৎ উপকার সাধনকারীর যোগ্যতা অনুসারে পরিশোধ করা অর্থাৎ বিনিময়ে উপকার করা। ইহা পাঁচটি ভিত্তির উপর স্থাপিতঃ (ক) উপকারী ব্যক্তির প্রতি উপকৃত ব্যক্তির বিনয়, (খ) তাহার প্রতি তাহার প্রীতি ও ভালবাসা, (গ) উপকৃত ব্যক্তি কর্তৃক উপকারীর এহসান স্বরণ রাখা ও স্বীকৃতি দেওয়া, (ঘ) ইহার জন্য প্রকাশ্যে তাহার প্রশংসা করা, এবং (ঙ) হিতসাধনকারীর পসন্দনীয় নয় এমনভাবে তাহার এহসানের ব্যবহার না করা। ইহাকেই মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা বা শোকর বলা হয়। আর আল্লাহ্‌তা’লার প্রতি ‘শোকর’ প্রকাশের অর্থ তাঁহার বান্দাকে ক্ষমা করা, প্রশংসা করা, ভাল আদেশ দেওয়া, সন্তোষজনক শ্রদ্ধা দেখানো, তাহার মঙ্গলাকাঙ্খা করা, শুভেচ্ছা-সহানুভূতি প্রকাশ করা এবং অনিবার্যরূপে বিনিময় ও প্রতিদান দেওয়ার মধ্যে নিহিত (লেইন)। সে-ই প্রকৃত কৃতজ্ঞতাপরায়ণ ব্যক্তি যে আল্লাহ্‌তা’লার দেয়া সকল নেয়ামতের সঠিক ব্যবহার করিয়া থাকে।