১৪৫১

‘আতরাফ’ অর্থ কোন বস্তুর শেষ সীমা বা কিনারা, সাধু-সজ্জন এবং নিম্নশ্রেণীর সাধারণ লোকও বুঝায়। এই আয়াতের অর্থ হইলঃ তাহারা কি দেখে না যে আল্লাহ্‌তা’লা পৃথিবীকে উহার কিনারা হইতে সংকীর্ণ করিয়া আনিতেছেন? অর্থাৎ ইসলাম বিস্তার লাভ করিতেছে আরবের সকল স্থানে, প্রত্যেক গৃহে সকল শ্রেণীর লোকের মধ্যে এবং সর্বপ্রকার সমাজে বড় ছোট, ধনী-নির্ধন, দাস এবং প্রভু প্রত্যেক শ্রেণীর মধ্যে।