১৪৫০

(ক) সকল অনুশাসনের মূল কারণ বা উহার অন্তর্নিহিত জ্ঞান বা হিকমত একমাত্র আল্লাহ্‌তা’লাই সুবিদিত, (খ) শরীয়াতের সকল বিধানের ভিত্তি আল্লাহ্‌তা’লার সিফ্‌ত বা গুণাবলীর উপর প্রতিষ্ঠিত। অতএব, বিধান বা শরীয়াতের মূল উৎস আল্লাহ্‌তা’লা। উম্মুন অর্থ মাতা, উৎস, ভিত্তি, মূল, শিকড়, উপকরণ, অবস্থান বা ধরিয়া রাখা (লেইন)।