অবিশ্বাসীদের উপর বিপদের পর বিপদ পতিত হইতে থাকিবে, এবং একের পর এক বিপর্যয় তাহাদের উপর নিপতিত হইবে যে পর্যন্ত না তাহাদের দুর্গতুল্য নিরাপদ আশ্রয়স্থল প্রধান নগরী মক্কার পতনের মাধ্যমে তাহাদের শক্তি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ার ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়।