১৪৩৫

মন্দের বা অনাচারের মূলোৎপাটনের জন্য মো’মেন বান্দাগণ যথোপযুক্ত পন্থা অবলম্বন করিয়া থাকে। তাহারা শাস্তি বা ক্ষমা উভয় পন্থা প্রয়োজনানুযায়ী অবলম্বন করিয়া থাকে। শাস্তি দ্বারা যদি প্রয়োজনমত সংশোধনের কাজ হয় এবং ক্ষমা প্রদর্শনে যদি ঈপ্সিত সুফল পাওয়ার সম্ভাবনা থাকে তবে সেই পন্থা অনুযায়ী ব্যবস্থা প্রয়োগ করিয়া থাকে। সংক্ষেপে বলা যায় যে, বিশ্বাসীগণ অবস্থাভেদে যথোপযুক্ত ব্যবস্থা প্রয়োগ করিয়া মন্দকে সমূলে বিনষ্ট করিয়া থাকে।