‘দাওয়াতুল হাক’ অর্থাৎ প্রকৃত দোয়া যাহার অধিকার কেবল তাঁহারই। ইহার অর্থ এইভাবেওকরা যাইতে পারেঃ (১) আল্লাহ্ ছাড়া আর কেহই ইবাদতের যোগ্য নহে, (২) শুধু আল্লাহ্তা’লার ইবাদতই মানুষের জন্য উপকারী ও কার্যকর। (৩) একমাত্র আল্লাহ্রই আওয়াজ সত্যের সমর্থনে অগ্রসর হইতে থাকে, এবং (৪) কেবল তাঁহার কথাই চিরস্থায়ী।