১৪১৯

পূর্বের ১০, ১১ এবং ১২ সূরার আরম্ভ ‘আলিফ লাম রা’ এই তিন অক্ষর দ্বারা। বর্তমান সূরার শুরু আলিফ লাম মীম্‌ রা এই চারটি বর্ণ দ্বারা। সংক্ষিপ্ত বর্ণমালার এই পার্থক্য ইংগিত করিতেছে যে, পূর্ববর্তী তিন সূরার বিষয়বস্তু হইতে এই সূরার বিষয়বস্তু কিছু ভিন্নতর। এই চারটি অক্ষর দ্বারা ব্যক্ত হইয়াছে— আমি আল্লাহ্ সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা, ‘জ্ঞান’ বা ‘জানা’ এই গুণবাচক বিশেষণ পূর্ববর্তী সূরায় উল্লেখিত দেখা বা দর্শন বিশেষণের সঙ্গে সংযুক্ত হইয়াছে। অর্থাৎ সর্বদ্রষ্টা গুণের সঙ্গে সর্বজ্ঞানী গুণের সংযোজন করা হইয়াছে।