১৩৭৯

আরবী পরিভাষায় বাকধারাটি অর্থ হইতেছে হযরত ইউসুফ (আঃ)-এর প্রতি ভালবাসা উক্ত মহিলার অন্তরের অন্তঃস্থলে বসিয়া গিয়াছিল, অথবা তাহার প্রতি ভালবাসা তাহাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল অথবা তাহার হৃদয়ের আবরণকে বিদীর্ণ করিয়া দিয়াছিল (লেইন)।