ইউসুফের মালিকের স্ত্রী কুপ্রবৃত্তি চরিতার্থ করিতে মনস্থ করিয়াছিল। সেইরূপে ইউসুফও তাহার (স্ত্রীলোকটির) অসৎ উদ্দেশ্যকে প্রতিরোধ করিতে মনস্থ করিয়াছিলেন। পূর্ববর্তী আয়াতে স্পষ্টভাবেই ব্যক্ত হইয়াছে যে, তিনি (ইউসুফ) কোনরূপ মন্দ চিন্তা করেন নাই। তাঁহার একমাত্র লক্ষ্য ছিল তাঁহার মালিকের স্ত্রীকে কুমতলব হইতে বিরত রাখা।