১৩৬২

যেরূপে হযরত ইউসুফ (আঃ)-এর ভ্রাতৃবৃন্দ এই কারণে ক্রুদ্ধ হইয়াছিল যে, তাহারা হযরত ইউসুফ হইতে সর্বতোভাবে উৎকৃষ্ট হওয়া সত্বেও (তাহাদের ধারণামতে), তিনি পিতার আদরের পাত্র এবং তাঁহার মনযোগের কেন্দ্র বিন্দু, একই ভাবে কুরায়্‌শ নেতারা বলিয়াছিল যে, কুরআন তো অবশ্যই মক্কা বা তায়ফের জ্ঞানী-গুণী বিশিষ্ট লোকদের নিকট অবতীর্ণ হওয়া উচিৎ ছিল (৪৩ঃ৩২)। তাহারা নবী করীম (সাঃ)-এর ‘নবুওয়াতের’ মহান মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হওয়ার ব্যাপারে ঈর্ষান্বিত ছিল এবং তাঁহাকে অতি নগণ্য ব্যক্তি মনে করিয়া উপেক্ষার দৃষ্টিতে দেখিত।

Visitor Edits

December 30, 2025 4:36 amApproved
যেরূপে হযরত ইউসুফ (আঃ)-এর ভ্রাতৃবৃন্দ এই কারণে ক্রুদ্ধ হইয়াছিল যে, তাহারা হযরত ইউসুফ হইতে সর্বতোভাবে উৎকৃষ্ট হওয়া সত্বেও (তাহাদের ধারণামতে), তিনি পিতার আদরের পাত্র এবং তাঁহার মনযোগের কেন্দ্র বিন্দু, একই ভাবে কুরায়্‌শ নেতারা বলিয়াছিল যে, কুরআন তো অবশ্যই মক্কা বা তায়ফের জ্ঞানী-গুণী বিশিষ্ট লোকদের নিকট অবতীর্ণ হওয়া উচিৎ ছিল (৪৩ঃ৩২)। তাহারা নবী করীম (সাঃ)-এর ‘নবুওয়াতের’ মহান মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হওয়ার ব্যাপারে ঈর্ষান্বিত ছিল এবং তাঁহাকে অতি নগণ্য ব্যক্তি মনে করিয়া উপেক্ষার দৃষ্টিতে দেখিত।