১৩৫৪

মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, তাহার পারিপার্শ্বিক অবস্থা যদি দৃষিত, নীতি-বিবর্জিত ও অসাধু হয়, তবে সে আগে বা পরে উক্ত নৈতিক অবনতিতে অবশ্যই আক্রান্ত হইবে। অতএব, এই আয়াতে মো’মেনগণকে আদেশ করা হইয়াছে যে দুর্নীতিপরায়ণ, পাপী এবং দুষ্টলোকের সঙ্গে সকল প্রকার সম্পর্কচ্ছেদ করিতে হইবে— এমন কি তাহারা ঘনিষ্ঠ আত্মীয়স্বজন হইলেও।