‘যাফীর’ অর্থ দীর্ঘশ্বাস, গাধার চিৎকারের প্রারম্ভ, এবং ‘শাহীক’ উহার শেষাংশ, ফোঁপানী (লেইন)। আয়াতে অবিশ্বাসীদিগকে ভীতু এবং বোকা পশু গাধার সঙ্গে তুলনা করিয়া এই তাৎপর্য বর্ণিত হইয়াছে যে, তাহারা নিজেদের প্রত্যয় বা দৃঢ় বিশ্বাস প্রকাশের ব্যাপারে সৎ সাহসী নয় এবং তাহারা জ্ঞান দ্বারা উপকৃত হয় না।