১৩৪৮

‘আজল’ অর্থ মেয়াদ, সময় বা কাল এবং কালের শেষ সীমা বা সমাপ্তি। ইহা দুই প্রকারের যথাঃ (১) যাহা বাতিল যোগ্য বা পরিবর্তনশীল এবং (২) যাহা পরিবর্তন বা খণ্ডন হয় না। খণ্ডন-যোগ্য “সীমা” বা নিরূপিত কাল যাহা জ্ঞানের চৌহদ্দির মধ্যে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনীয় দৃষ্টান্ত স্বরূপ মানুষের বয়সের সীমা নির্ধারিত রহিয়াছে, সেই সময়ের মধ্যে তাহার আয়ু কর্তিত বা দীর্ঘায়ীত হইতে পারে। কিন্তু এমন ”সীমা” বা গণ্ডী আছে যাহা অখণ্ডনীয় এবং অপরিবর্তনীয়, যেমন সম্পূর্ণ জাতির ধ্বংস সম্পর্কিত।