১৩৩১

ইব্‌রাহীম (আঃ)-এর আসল নাম ছিল।আব্রাম’। হযরত ইসমাঈল (আঃ)-এর জন্মের পরে, আল্লাহ্‌তা’লার আদেশ অনুযায়ী তিনি আব্‌রাহাম নামে অভিহিত হইলেন যাহার অর্থ হইলঃ মানব-সাধারণের পিতা বা বহু জাতির পিতা এবং আব্‌রাহাম হইতে আরবীতে ইব্‌রাহীম করা হইয়াছে। তাঁহার বংশের এক শাখা ইসরাঈলীরা কেনানে বসবাস করিত এবং অপর শাখা ইসমাঈলীরা আরবের বাসিন্দা ছিল।