নূহ (আঃ)-এর মহাপ্লাবন শুধু ভূপৃষ্ঠের ঝর্ণাগুলি হইতে স্ফীত, উদ্বেলিত হওয়ার কারণেই হয় নাই। বরং ৫৪ঃ১২-১৩ আয়াত হইতে স্পষ্টই ব্যক্ত হইয়াছে যে, মেঘমালা হইতে আকাশফাটা বজ্রপাত ও বর্ষণ দ্বারা প্লাবন ঘটিয়াছিল। মুষলধারে ব্যাপক বৃষ্টির ফলে সারাদেশ জুড়িয়া বন্যা দেখা দিয়াছিল এবং সাধারণতঃ অতিরষ্টির ফলে যাহা ঘটে, ভূতল হইতেও প্রবলবেগে পানি নির্গত হইয়া এবং ঝর্ণাধারা উৎসারিত হইয়া আকাশ এবং ভূগর্ভের পানি একত্রিত হইয়া সমগ্র দেশকে প্লাবিত করিয়া ফেলিয়াছিল। এক বিস্তীর্ণ পাহাড়ী এলাকায় যেখানে অসংখ্য পানির ঝর্ণা ছিল সেখানে নূহ (আঃ) বসবাস করিতেন।