১২৭৩

যখন কতক বস্তু ক্ষুদ্রাকৃতির কারণে লুক্কায়িত থাকে আবার অন্য কতকগুলির বৃহদাকৃতির দরুন উহার অংশ বিশেষ দৃষ্টিগোচর হয় না। আল্লাহ্‌তা’লার দৃষ্টি এতই প্রখর এবং তীক্ষ্ম যে, কোন জিনিষ যতই সূক্ষ্ম হউক না কেন উহা তাঁহার দৃষ্টির অগোচর থাকিতে পারে না এবং ইহা যত ব্যাপক,যত বৃহৎ বস্তুই হউক না কেন, উহার কোন অংশ বিশেষও তাঁহার দৃষ্টির আড়ালে থাকতে পারে না।