১২৬৫

এই আয়াত একটি গুরুত্বপূর্ণ নিয়ম-নীতি পেশ করিয়াছে—যেমন, আসন্ন আযাব সম্বন্ধে ভীতি প্রদর্শন এবং সতর্কবাণী সম্বলিত ভবিষ্যদ্বাণীসমূহ রদ হইতে পারে, কিন্তু সাধারণ প্রতিশ্রুতি, যাহা বিশেষ কোন নবীর সহিত সম্পৃক্ত নহে, সকল নবীগণের জন্য প্রযোজ্য বিশ্বজনীন নীতির অঙ্গীভূত তাহা কখনো বাতিল বা রদ হয় না। এই আয়াতের আরো অন্তর্নিহিত মর্ম হইতেছে যে, ইহা অনিবার্য নহে যে, সকল ভবিষ্যদ্বাণীরই পূর্ণতার একটি সময়-সীমা নির্ধারিত থাকিতে হইবে।