কুরআন করীমে কাফেরদিগের সম্বন্ধে ইহজগতে দিনের এক ঘন্টাকাল বা কিছুসময় অবস্থান করার কথা একাধিক বার বলা হইয়াছে। এইরূপ সকল আয়াতে ইহলোকে তাহাদের অবস্থানের প্রকৃত কাল বুঝায় না, বরং পার্থিব বিষয়াদিতে সম্পূর্ণরূপে ডুবিয়া থাকা এবং নিরর্থক অভীষ্ট লাভে আত্ম-নিমগ্ন হইয়া যাওয়াতে নিন্দাসূচক অর্থ নিহিত রহিয়াছে। যেহেতু তাহারা নিরর্থক প্রলোভনে জীবন বিনষ্ট করিয়াছিল, সেইজন্য তাহারা এই পৃথিবীতে মাত্র একদিন বাস করিয়াছিল বলিয়া যথার্থভাবেই বলা যাইতে পারে, যদিও প্রকৃতপক্ষে তাহারা ইহজগতে বহু বৎসর যাবৎ অবস্থান করিয়াও থাকিতে পারে।