১২৬২

এই আয়াত কাফেরদিগকে চ্যালেঞ্জ করিয়াছে যে, কুরআন শরীফের মত পরমোৎকর্ষপূর্ণ কিতাব যদি মানুষের জালিয়াতি হইতে পারে, তাহা হইলে ইহার সদৃশ একটি গ্রন্থ তাহারা নিজেরা প্রণয়ন করে না কেন? এই চ্যালেঞ্জ সর্বকালের জন্য অক্ষুন্ন হইয়া রহিয়াছে। দেখুন ৪৪ টীকা।