‘শীঘ্র শাস্তি আসিতেছে না কেন’—কাফেরদের এই দাবীর কার্যকর উত্তর এই আয়াতে উল্লেখ করা হইয়াছে। উহাদিগকে বলিবার জন্য হযরত নবী করীম (সাঃ)-কে নির্দেশ দেওয়া হইয়াছে যে, তাহারা নহে, বরং তিনিই আযাব সম্বন্ধে অগ্রিম সংবাদদাতারূপে ইহার বিলম্বের কারণে বিচলিত হওয়ার কথা, কারণ শাস্তি আসার বিলম্বের জন্য তাঁহাকেইতো উপহাসের পাত্রে পরিণত করা হইতেছে এবং তিনি যখন ধৈর্যের সহিত আল্লাহ্তা’লার চূড়ান্ত রায়ের অপেক্ষা করিতেছেন, তাহারা কেন অপেক্ষা করিবে না?