১২৩৩

“আরশ” অর্থ আল্লাহ্‌ তা’লার অলৌকিক গুণাবলী, যাহাতে তিনি ছাড়া অন্য কাহারো কোনও অধিকার নাই। আল্লাহ্‌তা’লার এই সমৃদয় সীফ্‌ত বা গুণাবলী তাঁহার সাদৃশ্য-জ্ঞাপক গুণাবলীর মাধ্যমে প্রদর্শিত বা প্রকাশিত হইয়া থাকে যাহা ৬৯ঃ১৮ আয়াতে “তোমার প্রভুর আরশ কে বহন করিবে” রূপে বর্ণিত হইয়াছে। ৯৮৬ টীকা দ্রষ্টব্য।