“নিস্ইয়ান” সাধারণ অর্থে ভুলিয়া যাওয়া, প্রকৃত ভাবে কোন ব্যক্তি বা বস্তুকে স্মৃতিশক্তি লোপ পাওয়ার কারণে বা উদাসীনতার জন্য অথবা ইচ্ছাকৃত ভাবে ভুলিয়া যাওয়া বুঝায়। নিস্ইয়ান শব্দ যখন আল্লাহ্তা’লার সম্পর্কে ব্যবহৃত হয় তখন ইহার মর্ম কোন ব্যক্তির প্রতি শাস্তি প্রদানের দ্বারা বা ভালবাসা ও স্নেহের প্রকাশ বন্ধ করার দ্বারা সেই ব্যক্তির সহিত আল্লাহ্র সম্পর্কেচ্ছেদ করাকে বুঝায় (মুফরাদাত)।