বর্তমান ও পূর্ববর্তী এই দুই আয়াত যুক্তি দ্বারা সেই সকল পৌত্তলিকদিগের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশের যথার্থতা প্রমাণ করে (৯ঃ৫)। কারণগুলি হইলঃ (১) তাহারা ছিল কপট, বিশ্বাসঘাতক এবং নিজদিগকে মুসলমানদের মিত্র বলিয়া প্রকাশ করিত, কিন্তু মুসলমানরা তাহাদের উপর বিশ্বাস স্থাপন সত্বেও তাহারা যখনই কোন ক্ষতির সুযোগ পাইত,তখনই প্রতিশ্রুতি ভঙ্গ করিত; (২) তাহারা আত্মীয়তার বন্ধনকেও উপেক্ষা করিত এবং শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজেদের অতি নিকট আত্মীয়বর্গকেও তাহারা হত্যা করিত (৯ঃ৮); (৩) তাহাদের যুদ্ধের লক্ষ্যই ছিল লোকদিগকে ইসলাম গ্রহণে বাধা সৃষ্টি করা (৯ঃ৯); (৪) তাহারাই মুসলমানদিগকে প্রথমে আক্রমণ করিত (৯ঃ১৩)।