১১৪৯

যেহেতু ৭৩ আয়াতে সকল মুসলমানকে একে অপরের ভাই বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং নবী করীম (সাঃ) মদীনায় মুহাজির ও আনসারদিগের মধ্যে এক প্রকার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করিয়াছিলেন, অতএব পরস্পরের মধ্যে ভুল বুঝা-বুঝি সৃষ্টি হইতে পারিত যে, তাহারা একে অন্যের সম্পত্তিতে অংশীদার। সুতরাং এখানে নির্দেশ দেওয়া হইয়াছে যে, কেবলমাত্র রক্তে সম্পৃক্ত আত্মীয়গণ সম্পত্তির উত্তরাধিকারী হইতে পারে এবং অন্যান্য মুসলমানগণ শুধু ঈমানের ক্ষেত্রে ভাই ভাই এবং উত্তরাধিকার সূত্রে নহে।