১১৩৬

যাহাদের সহিত মুসলমানগণ চুক্তিবদ্ধ হইয়াছে এমন কোন জাতি, গোত্র বা সম্প্রদায় যদি চুক্তি ভঙ্গ করে, তাহা হইলে তাহাদিগকে স্পষ্টভাবে জানাইয়া দেওয়া উচিৎ যে, উক্ত চুক্তি-নামা অকার্যকর হইয়া গিয়াছে এবং মুসলমানরা যদি আক্রান্ত হয় তবে তাহাদের সকল শক্তি দিয়া তাহারা লড়াই করিবে। কিন্তু কোন অবস্থাতেই মুসলমানগণ অতর্কিত আক্রমণ করিতে পারিবে না। “আলা সাওয়াইন” অর্থ সমতার ভিত্তিতে, অর্থাৎ এরূপভাবে যে, প্রত্যেক পক্ষকে সুস্পষ্টভাবে জানিতে হইবে যে, উহারা নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা হইতে মুক্ত।