‘সে বা তিনি’ সর্বনাম দ্বারা আঁ-হযরত (সাঃ)-কে বুঝায়, কেননা আল্লাহ্র রসূলই প্রকৃতপক্ষে আহবান জানাইয়া থাকেন। আল্লাহ্তা’লার আহ্বানও তাঁহার প্রত্যাদিষ্ট নবীর মাধ্যমে হইয়া থাকে। অথবা ‘সে বা তিনি’ আল্লাহ্ এবং তাঁহার রসূল উভয়ের প্রতি পৃথকভাবে আরোপিত হইতে পারে, অর্থাৎ যখন আল্লাহ্তা’লা তোমাদিগকে আহবান করেন বা যখন আল্লাহ্র রসূল তোমাদিগকে আহ্বান করেন।