১১০৩

মুসলমান সৈন্যরা বালুময়স্থানে শিবির স্থাপন করিয়াছিল এবং মক্কার শত্রু সেনারা কঠিন মাটিতে শিবির গড়িয়াছিল। সময়মত বৃষ্টি বর্ষণের ফলে মুসলমানদিগের স্থানে বালি জমিয়া শক্ত হইয়া গেল এবং শত্রুপক্ষের মাটি পিচ্ছিল হইয়া গেল।