১০৮৭

ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত ব্যক্তি সত্য গ্রহণে অস্বীকার করে — যদিও তাহার অযৌক্তিক অবস্থার প্রমাণ স্বরূপ যতই স্পষ্ট এবং অভ্রান্ত নিদর্শনাবলী তাহার নিকট প্রদর্শিত হউক না কেন। ইসলাম ধর্ম তাহাদের চক্ষের সম্মুখে দ্রুত গতিতে উন্নতি করিতেছে দেখিয়াও অবিশ্বাসীগণ না দেখার ভান করে এবং ইহাকে মানিয়া নিতে অস্বীকার করে।