পবিত্র ভূমি, যাহা হযরত ইব্রাহীম ও ইয়াকুব (আঃ)-এর বংশধরগণের জন্য প্রতিশ্রুত ছিল (৫ঃ২২)। এই ভূমিকে আশিসপ্রাপ্ত বলিয়া ঘোষণা করা হইয়াছিল, কারণ ইহাই সেই ভূমি যেখানে ইহুদী জাতির প্রতিষ্ঠালাভ এবং সমৃদ্ধ হওয়া এবং এক বিরাট জাতিতে পরিণত হওয়ার ভবিষ্যদ্বাণী ছিল।