ফেরাউনের পতনের পরে ইস্রাঈল জাতিকে মিশরের উত্তরাধিকারী করা হইবে, আয়াতের এরূপ অর্থ অপরিহার্য নহে। সরাসরি অর্থ কেবল এরূপ দাঁড়ায় যে, ফেরাউনের শক্তি ভাঙ্গিয়া যাইবে এবং তাহার রাজ্য অন্য লোকেরা দখল করিবে। আমরা জানি যে, ফেরাউনের ধ্বসের পর এবং তাহার রাজত্বের অবসানে ইহুদীদের মিত্র অপর এক গোত্র মিশর দখল করিয়াছিল। এই আয়াতে উল্লেখিত “ভূমি” শব্দটি মিশরকে বুঝায় না, বরং পবিত্র ভূমি বুঝায়, যাহার প্রতিশ্রুতি পূর্বাহ্নে ইস্রাঈল জাতিকে দেওয়া হইয়াছিল এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাহারা সেই ভূমির উত্তরাধিকারীও হইয়াছিল।