১০৩১

ঐন্দ্রজালিকগণের বিহ্বলতা এতই চরম রূপ ছিল যে, ইহা স্পষ্ট প্রতীয়মান হইয়াছিল যে, কোন অদৃশ্য শক্তি তাহাদের পায়ের তলার মাটি সরাইয়া নিয়া গেল। তাহারা যেন মাটির উপরে আল্লাহ্‌তা’লার উদ্দেশ্যে বিনয়ের সাথে প্রার্থনার জন্য সেজদায় পড়িয়া গেল।