৯৭৭

এই উক্তির মর্মার্থ হইতেছে যে, দুষ্কৃতকারীগণ সত্য ধর্মকে কলুষিত করিতে ইচ্ছা পোষণ করে। তাহারা নিজেরাই শুধু অসাধু বা বক্র নহে, অন্যদিগকেও তাহাদের মত দুষ্ট বানাইতে চাহে, এমনকি ধর্মের শিক্ষাকে অবৈধ হস্তক্ষেপ দ্বারা পরিবর্তন করিয়া বিকৃত করিতে পথ খুঁজিয়া বেড়ায়।