৯৬০

আদম (আঃ) অচিরেই তাঁহার ভুল বুঝিতে পারিয়াছিলেন এবং অনুতপ্ত হইয়া অতি দ্রুত আল্লাহ্‌তা’লার দিকে প্রত্যাবর্তন করিলেন। প্রকৃত ঘটনা – হযরত আদম (আঃ)-এর ভুলটি এই ছিল যে, তিনি মানুষরূপী শয়তানকে তাঁহার শুভাকাঙ্খীরূপে গ্রহণ করিয়াছিলেন, যদিও আল্লাহ্‌তা’লা এই লোকের সম্পর্কে তাঁহাকে পূর্বাহ্নেই সতর্ক করিয়া দিয়াছিলেন।