“যুলুম” শব্দের আক্ষরিক অর্থ-কোন বিষয় বা বস্তুকে ভুল স্থানে স্থাপন করা (লেইন)। এখানে ইহার অর্থ হইতেছে যে, আল্লাহ্তা’লার নিদর্শনাবলীকে যেভাবে গ্রহণ করা উচিৎ ছিল অবিশ্বাসীগণ সেইভাবে গ্রহণ করে নাই। ঐশী-নিদর্শন সমূহের উদ্দেশ্য ছিল তাহাদের মনে ভয় ও বিনয় সঞ্চারিত করা, কিন্তু তদপরিবর্তে তাহারা অধিকতর রূঢ় ও উদ্ধত হইয়াছিল এবং উপহাস ও ব্যঙ্গোক্তির দ্বারা তাহা প্রত্যাখ্যান করিয়াছিল।