হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর মতে, সংযুক্ত চারটি বর্ণ —“আলিফ লাম মীম্ সাদ”-এর মর্মার্থ “আমি আল্লাহ্ সর্বজ্ঞানী এবং আমি ব্যাখ্যাকারী”। প্রথম তিন-আয়াতের জন্য ১৬ টীকা দ্রষ্টব্য এবং “সাদ” বর্ণ ‘উফাস্সিলু’-এর পরিবর্তে ব্যবহৃত হইয়াছে, যাহার অর্থ – ‘আমি বিশদভাবে ব্যাখ্যা করি। এই সূরায় বর্ণিত বিষয়য়াদি উক্ত ব্যাখ্যারই সমর্থন করে, কারণ এই সূরা শুধু পূর্ববর্তী সূরায় বর্ণিত বিষয়বস্তু সম্পর্কিত ঐশী-জ্ঞান সম্বলিতই নহে, বরং উহার বিশদ ব্যাখ্যা ও উদাহরণ-সমৃদ্ধও বটে। ‘সাদ’ অক্ষরটিকে এখানে সর্বাপেক্ষা সত্যনিষ্ঠ অর্থেও ব্যবহার করা হইয়াছে।