আয়াতে উল্লিখিত দুই সম্প্রদায় বুঝাইতে পারেঃ— (১) ইহুদীজাতি, যাহাদের প্রতি তওরাত নাযেল হইয়াছিল, এবং যাহাদের ধর্মের সূচনা হইয়াছিল আরবের উত্তরাঞ্চলের ভূখণ্ডে, এবং (২) ‘জরাথুস্ত্র’র ধর্মাবলম্বী জাতি যাহাদের প্রতি যেন্দাবেস্তা নাযেল হইয়াছিল এবং তাহারা আরবের পূর্বাঞ্চলে বাস করিত। অথবা এই শব্দের উদ্দেশ্য ইহুদী এবং খৃষ্টান জাতিও হইতে পারে, এই দুই সম্প্রদায় আরব ভূখণ্ডে বসবাস করিত এবং আরব জাতির লোকেরা তাহাদের সংস্পর্শে আসিয়াছিল।