জিহ্বাকে সংযত বা সতর্ক করার আদেশের পরেই ‘আল্লাহ্র অঙ্গীকারকে পূর্ণ কর’ এই শব্দগুলির মধ্যে অন্তর্নিহিত আদেশ আসিয়াছে যাহা অন্তঃকরণের সতর্ককরণ সম্পর্কিত নির্দেশ, এই কারণে পূর্ববর্তী নির্দেশ মানুষের সহিত প্রতিশ্রুতি সম্পর্কিত, পক্ষান্তরে বর্তমান আদেশ আল্লাহ্তা’লার সঙ্গে কৃত অঙ্গীকার সম্পর্কিত।