৯২৩

পৌত্তলিকদিগকে জিজ্ঞাসা করা হইয়াছে যে, তাহারা কি উপস্থিত ছিল যখন আল্লাহ্‌তা’লা ষাঁড় বা উটের মাংস খাইতে নিষিদ্ধ করিয়াছিলেন? তাহাদিগকে আহবান করা হইয়াছে যে, তাহারা পারিলে ঐশী-প্রমাণ পেশ করুক যে, গরু বা উট খাওয়া প্রকৃতই নিষিদ্ধ করা হইয়াছিল। এই প্রশ্নের কারণ, গরু এবং উটের মাংস ভক্ষণ করা কোন কোন জাতির লোকের বিবেচনায় শাস্ত্রসম্মত নহে,—গরু হিন্দুদের মতে এবং উট কিছু ইহুদীর মতে বর্জনীয়।