এই শব্দগুলির অর্থ (১) তোমরা তোমাদের মতে কাজ করিতে থাক, (২) তোমরা নিকৃষ্টতম ব্যবহার কর। এই আয়াতে মক্কার পৌত্তলিকদিগকে চ্যালেঞ্জ প্রদান করা হইয়াছে যে, ইসলামকে সম্পূর্ণ নির্মূল করার জন্য ও মুসলমানদের ক্ষুদ্র সম্প্রদায়কে ধ্বংস করার জন্য তাহারা তাহাদের সর্ব শক্তি নিয়োগ ও উপায় অবলম্বন করিবার চেষ্টা করিয়া দেখুক, কিন্তু তাহারা তাহাদের দুরভিসন্ধিপূর্ণ পরিকল্পনা এবং প্রবল চেষ্টা সত্বেও সম্পূর্ণ ব্যর্থ হইবে।