৮৭৯

এখানে শস্যবীজের প্রতি মনযোগ আকর্ষণ করা হইয়াছে যাহা হইতে চারা অঙ্কুরিত হইয়া থাকে। কত তুচ্ছ ইহা, কিন্তু কিরূপে বৃদ্ধি পাইয়া বিরাট মহীরূহে পরিণত হয়। এইভাবেই বীজকণার মতই মানুষ ক্রমন্নোতির ধারায় আল্লাহ্‌তা’লার ঐশীবাণী লাভ করিবার যোগ্যতা অর্জন করে এবং আল্লাহ্‌র মহান গুণাবলীর প্রকাশ তাঁহার মধ্যে প্রতিফলিত হয়।