৮৬৩

আল্লাহ্‌তা’লার প্রেরিত একজন নবী অবশ্যই শিঙ্গাস্বরূপ, যাহার মাধ্যমে আল্লাহ্‌র আহ্বান শোনা যায়, এবং এই শব্দ নবীর শিক্ষা প্রচারের প্রতীক এবং তাঁহার জাতির জীবনের মহান বিপ্লব আনয়নকারী। এই আয়াতের মর্ম এই যে, আঁ-হযরত (সাঃ)-এর পবিত্র শিক্ষা পৃথিবীতে বহুলভাবে প্রচারিত ও গৃহীত হইবে এবং যখন ইসলাম সাফল্য ও প্রাধান্য লাভ করিবে, তখন সন্দেহাতীতভাবে পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হইবে এবং সেইদিন মুশরেকদিকের মূর্তিগুলি ভাঙ্গিয়া চূর্ণবিচূর্ণ হইয়া যাইবে।