৮২৪

“যেভাবে আমরা তোমাদিগকে প্রতিষ্ঠিত করি নাই” এই কথার অর্থ ইহা নহে যে, পৃথিবী পশ্চাদ্‌গামী। কোন সন্দেহ নাই যে, ইহা সামগ্রিকভাবে অগ্রগতির দিকেই চলিয়াছে। কিন্তু কোন কোন প্রাচীন জাতি যাহারা অতীতে সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করিয়াছিল, তাহারা শিল্প এবং বিজ্ঞানের বিশেষ শাখায় এত উন্নত ছিল যে, তাহাদের পরবর্তী বংশধরগণ তাহাদিগের সমকক্ষ হইতে পারে নাই। উদাহরণ স্বরূপ বলা যাইতে পারে যে, বর্তমান বিজ্ঞানের রাজ্যে বিস্ময়কর অগ্রগতি সত্বেও আধুনিক যুগ প্রাচীন মিশরীয় সভ্যতার কোন কোন নিদর্শনের প্রতি এখনও অবাক হইয়া তাকাইয়া থাকে।