অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়াদি সম্বন্ধে অধিক প্রশ্ন উত্থাপন করা কিংবা এই সব বিষয়ে আইন অন্বেষণ করা, প্রশ্নকারীর জন্য সাধারণতঃ ক্ষতিকর হইয়া দাঁড়ায়। ইহাতে তাহার বিচার-বিবেচনা দমিত হইয়া পড়ে এবং তাহাকে অপ্রয়োজনীয় ও বিরক্তিকর আদেশের আওতায় বাধিয়া ফেলে। বনী ইস্রাঈলেরা মূসা (আঃ)-এর কাছে এইরূপ অপ্রয়োজনীয় প্রশ্ন উত্থাপন করিত। ফল দাঁড়াইয়াছিল এই যে, তাহারা নিজেদেরকেই অসুবিধায় ফেলিয়াছিল এবং বিশদভাবে বর্ণিত খুঁটিনাটি সবকিছু সম্পাদন করিতে না পারিয়া, ধীরে ধীরে আল্লাহ্র নির্দেশমালাকেও অমান্য করিতে শুরু করিল (২ঃ১০৯)।